
ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে রাজেন্দ্র কলেজে মানববন্ধন-বিক্ষোভ
ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর রাজেন্দ্র কলেজে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় রাজেন্দ্র কলেজের অনার্স শাখা বায়তুল আমানে ছাত্রদলের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সহসভাপতি মো. আমানুল্লাহ, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিম হোসেন সোহাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরুখ ফয়সাল নিলয়।
এ সময় বক্তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি ধর্ষণের ঘটনা আগের তুলনায় বেড়ে গেছে। মাগুরায় আট বছরের শিশুকে নির্যাতন করে ধর্ষণ করা হয়েছে। অবিলম্বে ধর্ষককে কঠিন বিচারের মুখোমুখি করতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নারী ও বোনরা সম্ভ্রম রক্ষায় সবসময় রাজপথে থাকবে। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দোসররা এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।
তারা অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়া যত শিগগির সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দেওয়া জন্য সরকারের কাছে দাবি জানান।