ঢাকা সোমবার, ১০ মার্চ ২০২৫ , ২৫ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পিরোজপুর-কাউখালীতে ধ*র্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি

শিক্ষা

আমাদের বার্তা, পিরোজপুর

প্রকাশিত: ১৫:২৫, ১০ মার্চ ২০২৫

সর্বশেষ

পিরোজপুর-কাউখালীতে ধ*র্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি

পিরোজপুর-কাউখালীতে ধ*র্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে পিরোজপুর ও কাউখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। একই সময়ে জেলার কাউখালী উপজেলার সরকারি ডিগ্রি কলেজ ও মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। 

এ সময় ধর্ষকদের প্রতি ঘৃণা প্রদর্শন করে প্রতীকী ফাঁসির আয়োজন করা হয়।  এ ছাড়া তারা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘সারাবাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রতিবাদ করা না-পর্যন্ত ধর্ষকদের কেন বিচার শুরু হয় না!  মানুষের শরীরের একটা অঙ্গ-প্রতঙ্গ কাটলে মানুষ যেমনি ছটফট করে, ঠিক সেই ছটফটানি নিয়ে আমরা এখানে এসেছি। আছিয়া ধর্ষণ কিংবা এর আগে তনু হত্যা, নুসরাতকে পুড়িয়ে মারা এসব পর পর ঘটে এসেছে এবং সেই জায়গা থেকে আমরা যখন প্রতিবাদ করেও কিছু করতে পারিনি, তখন বুকফাটা কান্না আমরা ধরে রাখতে পারিনি। 

তারা বলেন, আমাদের এই বিক্ষোভ, যত আন্দোলন সব মানতে হবে। ধর্ষকদের হাত গুঁড়িয়ে দেওয়া হোক। 

আমাদের দাবিতে কেউ হস্তক্ষেপ করতে এলে তাদের হাত গুঁড়িয়ে দিতে আমরা দুবার ভাববো না। প্রত্যেক ধর্ষিত বোনের পাশে আমরা আছি। তাদের ধর্ষণের বিচার না-হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।

জনপ্রিয়