
রাবিতে ধর্ষকের প্রতীকী ফাঁসি-দ্রোহের কবিতা পাঠ
দ্রুততম সময়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি করার দাবিতে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি ও দ্রোহের কবিতা পাঠের আয়োজন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
রাবি ক্যাম্পাসে প্যারিস রোডে এই প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি ও দ্রোহের কবিতা পাঠের আসর আয়োজন করা হয়।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টায় এ ফাঁসির মঞ্চকে ঘিরে অসংখ্য শিক্ষার্থী সমবেত হয়েছিলেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শুধু আছিয়া-ই নয়, বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণসহ নানা অপরাধে দেশ অস্থিতিশীল হয়েছে।
আমরা চাই, ধর্ষণ মামলার ১৫ দিনের মধ্যে তদন্ত এবং ৩০ দিনের মধ্যে বিচারকার্য শেষ করা। রাষ্ট্র যে ১শ ৮০ দিনের বিধান রেখেছে, তা প্রত্যাখ্যান করছি আমরা। কেননা, এই সময়ে অন্যকিছু ইস্যু চলে আসবে এবং এটা ধামাচাপা পড়ে যাবে। তাই দ্রুততম সময়ে ধর্ষকের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।
সমাবেশে ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘একটা একটা ধর্ষক ধর’, ধইরা ধইরা জবাই কর’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।