
ঘটাইলে ধর্ষণবিরোধী প্রতিবাদ
‘রুখতে ধর্ষণ, শুরু হোক গর্জন’ এ স্লোগানে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রতিবাদী মিছিল বের হয়ে শহরের মূল সড়ক ঘুরে কলেজ মোড় চত্বরে এসে শেষ হয়।
‘ঘাটাইল উপজেলা সাধারণ শিক্ষার্থী’ আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সভায় বক্তব্য দেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ, সরকারি তিতুমীর কলেজ, জিবিজি সরকারি কলেজ, ঘাটাইল গণপাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা বলেন, দেশে বাবার কাছে মেয়ে নিরাপদ নয়। আমরা কেমন দেশে বসবাস করছি, যেখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছেন। এই ধর্ষকদের শুধুমাত্র গ্রেফতার করলেই চলবে না, বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে।