
নেত্রকোনায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ২
নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াজুরীতে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- খালিয়াজুরী সদরের কুঁড়িহাটি এলাকার মৃত হাবিব মিয়ার ছেলে মো. মিজান মিয়া (৩০) ও লক্ষ্মীপুর গ্রামের বকুল মিয়ার ছেলে নাজমুল (২৮)।
শনিবার (৮ মার্চ) সকালে এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনা ঘটে। এরপর মঙ্গলবার (১১ মার্চ) ভুক্তভোগীর বাবা থানায় লিখিত অভিযোগ করলে রাতেই দুজনকে আটক করে পুলিশ।
বুধবার (১২ মার্চ) দুইজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৮ মার্চ (শনিবার) সকালে এক স্কুলছাত্রী প্রাইভেট পড়ার উদ্দেশে খালিয়াজুরীতে অটোরিকশা করে আসছিলেন। পথিমধ্যে মো. মিজান মিয়া ও নাজমুল ছাত্রীর স্পর্শকাতর স্থানে আঘাত করলে তিনি চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও স্বজনরা আহত ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ভুক্তভোগী সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার স্বজনেরা।
জানতে চাইলে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন দৈনিক শিক্ষা ডটকমকে জানান, অভিযোগের পর দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন।