ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কোচিংয়ে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল ভাই-বোনসহ ৩ জনের

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৪, ১৩ মার্চ ২০২৫

সর্বশেষ

কোচিংয়ে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল ভাই-বোনসহ ৩ জনের

চট্টগ্রামে কোচিংয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওয়াকার উদ্দীন আদিল (১২), তার বড় বোন দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা রিজভী (১৫)। তারা জামিজুরি এলাকার জসিম উদ্দিনের সন্তান।

এছাড়া নিহত হয়েছেন অটোরিকশাচালক রুহুল আমিন (৪৫)।

জানা যায়, চট্টগ্রামগামী পূরবী বাসটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ এলাকায় যাচ্ছিল। অন্যদিকে একটি অটোরিকশা শিক্ষার্থীদের নিয়ে কোচিংয়ে যাচ্ছিল। পথে দোহাজারী পৌরসভা রেলস্টেশন রোডের প্রবেশমুখে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে আসা ওই অটোরিকশাটিকে চাপা দেয়।

এ সময় অটোরিকশার চার যাত্রীর মধ্যে ভাই-বোন ও অটোরিকশা চালক নিহত এবং কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। আহত ওই শিক্ষার্থীকে প্রথমে দোহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছে।

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। তাদের অভিযোগ, সড়কপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনা বারবার ঘটছে।

জনপ্রিয়