
প্রিয় অধ্যক্ষকে নিয়ে নেতিবাচক মন্তব্য করায় শিক্ষাসচিব সিদ্দিক জোবায়েরের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন ছাত্রছাত্রীরা। এর আগে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দুর্নীতিতে অভিযুক্ত ও পতিত আওয়ামী সরকারপন্থী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পদায়ন করায় হবে ফুঁসে উঠেছিলেন সরকারি বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরসহ কয়েকজনার পদত্যাগের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও করেছিলেন শত শত শিক্ষক কর্মচারী।
এবার সংক্ষুব্ধ হয়েছেন রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা। পদাধিকার বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের কলেজটির পরিচালনা পরিষদের সভাপতি।
একাধিক ভাইরাল ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা শিক্ষা সচিবের বিরুদ্ধে নানা মন্তব্য করছেন।
এ সময় এক ছাত্রীকে বলতে শোনা যায়, আমাদের স্টুডেন্টদেরকে কেনো তার সঙ্গে কথা বলতে দেয়া হয়েছে সেজন্য প্রিন্সিপাল স্যারকে বলা হয়েছে, আপনাকে এই সাহস কে দিয়েছে, মাননীয় সচিব সাহেব, আমি জানতে চাই আপনাকে কে সাহস দিয়েছে, আমাদের প্রিন্সিপালের সঙ্গে এভাবে কথা বলার। তিনি বলেছেন আপনি আর্মি ইউনিফর্ম পড়ে আছেন বলে নিজেকে বড় কিছু ভাববেন না, তিনি আমাদের প্রিন্সিপালের ইউনিফর্ম নয় তিনি বাংলাদেশ আর্মি ইউনিফর্ম কে অপমাণ করেছেন।
এ সময় এক ছাত্রকে বলতে শোনা যায়, সিদ্দিক কীভাবে বলে যে ছাত্রদের সঙ্গে কথা বলবে না। এই কলেজ নিজস্ব অর্থায়নে চলে। আমরা যদি পেমেন্ট না দেই তাহলে কলেজ চলবে না।