
আমির খসরু মাহমুদের সঙ্গে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) নেতৃবৃন্দ।
শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় আমির খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপাধ্যক্ষ নুরুল আলম রাজুর নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলা, মহানগর, কলেজ শিক্ষক ও মাধ্যমিক শিক্ষকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিক্ষকরা বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে জাতীয়করণসহ সব বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষক সমিতি অনেক দিন ধরেই যুগপৎ আন্দোলন করে আসছে।
সৌজন্য সাক্ষাতে শিক্ষক নেতারা আমির খসরু মাহমুদ চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় তিনি শিক্ষকদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায্য দাবি জাতীয়করণসহ যৌক্তিক সব বৈসম্য দূর করার আশ্বাস দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যক্ষ নাজিম উদ্দীন, বাশিস জেলা যুগ্মআহ্বায়ক অধ্যাপক আবুল হোসেন ভূঁইয়া, মহানগর আহ্বায়ক অধ্যাপক শাহ আলম মজুমদার, উত্তর জেলা বাশিস আহ্বায়ক ও বিভাগীয় সম্পাদক মো. তৌহিদুল ইসলাম টিপু, যুগ্ম আহ্বায়ক মো. আইয়ুব, বাশিস মহানগর সহসভাপতি অধ্যাপক হেদায়েত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক মো. আবদুল হক, পারভিন সুলতানা, জিয়াউর রহমান মানিক, চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব মোবারক আলী, মোমিন হাজারী, সীতাকুণ্ডু সভাপতি জাফর ছাদেক, এবিএম গোলাম নূর, হাটহাজারী আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, আলমগীর হোসেন, মোহাম্মদ নুরুন্নবী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলমগীর হোসেন, মো. রাহাত উল্লাহ।