ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ২ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

গুচ্ছ ভর্তিতে ২ লক্ষাধিক আবেদন, সময় বাড়ল দু’দিন

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৯, ১৬ মার্চ ২০২৫

সর্বশেষ

গুচ্ছ ভর্তিতে ২ লক্ষাধিক আবেদন, সময় বাড়ল দু’দিন

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে এবার দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকছে। এসব বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ভতিচ্ছুরা আগামী ১৭ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ শনিবার (১৫ মার্চ) রাতে এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, শনিবার রাত ১২টা পর্যন্ত আবেদনের সময় থাকলেও তা আরো দুইদিন বাড়ানো হয়েছে। আগামী ১৭ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আর এরপর ১৮ মার্চ দুপুর পর্যন্ত আবেদন করা শিক্ষার্থীরা ফি জমা দেওয়ার সুযোগ পাবেন।

গত ৫ মার্চ দুপুর ১২টা থেকে ১৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির আবেদন শুরু হয়।

দুই লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন তুলে ধরে গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক বলেন, শনিবার যখন আমরা সভা করছিলাম তখন পর্যন্ত ২ লাখ ৮ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। এখন সে সংখ্যা কিছু বাড়তে পারে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। এই ফি অনলাইনে পরিশোধ করতে হবে।

ইউনিটভিত্তিক আবেদন ও প্রাথমিক আবেদনের যোগ্যতা

>> ইউনিট এ: বিজ্ঞান শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ–৩.৫০সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৭.৫০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান) এবং ভোকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসেবে বিবেচিত হবে।

>> ইউনিট বি: মানবিক শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ–৩.০০সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড (সাধারণ ও মুজাব্বিদ) মানবিক শাখা হিসেবে বিবেচিত হবে।

>> ইউনিট সি: বাণিজ্য শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ–৩.০০সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসেবে বিবেচিত হবে।

>> জিসিইর ক্ষেত্রে আইজিসিএসই (ও লেভেল) পরীক্ষায় কমপক্ষে ৩টি বিষয়ে বি গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং আইএএল (এ লেভেল) পরীক্ষায় কমপক্ষে ২টি বিষয়ে বি গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে। এ ক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট নম্বরপত্র আপলোডসহ আবেদনের পর সমমান ও যোগ্যতা নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদনক্রমে আবেদন করতে হবে।

আবেদনের বিস্তারিত তথ্য জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট www.gstadmission.ac.bd ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ফটো নির্দেশিকা

>> সাদা ব্যাকগ্রাউন্ডের সদ্য তোলা ৩০০*৩০০ পিক্সেল সাইজের স্পষ্ট (Studio Quality) রঙিন জেপিজি (jpg) ফরমেটের ছবি (সাইজ ১০০KB–এর বেশি নয়) আপলোড করতে হবে।

>> স্কুল/কলেজের ইউনিফর্ম পরা ছবি গ্রহণযোগ্য হবে না। ছবিতে প্রার্থীর দুই কান খোলা থাকতে হবে এবং ছবির উচ্চতার দুই-তৃতীয়াংশ প্রার্থীর মুখমণ্ডল থাকবে। তবে সফটওয়্যারের সাহায্যে কোনো রকম ইফেক্ট দেওয়া ছবি গ্রহণযোগ্য হবে না।

>> বিভিন্ন পর্যায়ে সংগৃহীত আবেদনকারীর ছবি বায়োমেট্রিক ভেরিফিকেশনে ব্যবহার করা হবে। ভেরিফিকেশন প্রক্রিয়ায় কোনো প্রকার অসংগতি পরিলক্ষিত হলে উক্ত আবেদনকারীর আবেদন বাতিল করা হবে।

শিক্ষার্থীর সেলফি (Selfie) নির্দেশিকা

>> সেলফিটি অবশ্যই আলোকোজ্জ্বল স্থানে তুলতে হবে

>> প্রার্থীর মুখমণ্ডল ও দুই কান খোলা থাকতে হবে

>> সেলফির মাধ্যমে প্রদত্ত ছবিটি পরবর্তী সময়ে আবেদনকারীর বায়োমেট্রিক ভেরিফিকেশনে ব্যবহার করা হবে।

পরীক্ষার সময়সূচি

>> ইউনিট সি (বাণিজ্য)–এর পরীক্ষা: ৫/৪/২০২৫ (শুক্রবার)। ওই দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত

>> ইউনিট বি (মানবিক)–এর পরীক্ষা: ২/৫/২০২৫ সালের (শুক্রবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত

>> ইউনিট এ (বিজ্ঞান)–এর পরীক্ষা: ৯/৫/২০২৫ সালের (শুক্রবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত

>> আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা: বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আবেদন ফি, আবেদনের পদ্ধতি

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি ১৫০০ (এক হাজার পাঁচশত মাত্র) টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ (পাঁচশত মাত্র) টাকা আবেদন ফি এর সঙ্গে যোগ হবে।

বিশ্ববিদ্যালয়গুলো হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, গাজীপুর, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ ও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।

জনপ্রিয়