ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কৃষি গুচ্ছের ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৬, ১৬ মার্চ ২০২৫

সর্বশেষ

কৃষি গুচ্ছের ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ

কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ রোববার (১৬ মার্চ)। এ আবেদন শুরু হয় গত ১৫ ফেব্রুয়ারি। আগামী ১২ এপ্রিল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা।

শনিবার (১৫ মার্চ) বেলা ১১টা ৩৫ মিনিট পর্যন্ত কৃষি গুচ্ছে আবেদন করেছেন ৮৬ হাজার ৫৩২ জন শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আইসিটি সেলের সহকারী পরিচালক মো. সোহেল রানা।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নেতৃত্বে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। ৯টি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা রয়েছে তিন হাজার ৮৬৩টি। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য https://acas.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটের ভর্তি নির্দেশিকা অনুযায়ী, অনলাইনে আবেদন ফরম পূরণ করতে খরচ পড়বে ১ হাজার ২০০ টাকা (ট্রান্সজেকশন ফি ছাড়া)।

দেশের ৯টি পরীক্ষাকেন্দ্রে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হল: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম।

জনপ্রিয়