
বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) স্মারকলিপি
শতভাগ উৎসব ভাতার দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) টাঙ্গাইল জেলা শাখা।
রোববার (১৬ মার্চ) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ আসন্ন ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং ইএফটি সমস্যার দ্রুত সমাধানের দাবিতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরবার স্মারকলিপি পেশ করা হয়।
মানববন্ধনে জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেশ, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীম আল মামুন জুয়েল, সহসভাপতি গোলাম রব্বানী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক খন্দকার তাহাজ্জদ হোসেন, সদস্য রফিকুল ইসলাম, ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলীসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিদায়ী শিক্ষা উপদেষ্টার ঘোষণা অনুযায়ী শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দ্রুত সময়ে প্রদান করতে হবে; অন্যথায় আমরা কঠোর কর্মসূচির ঘোষণা করবো।
এ সময় গণঅধিকার পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মনির হোসেন উপস্থিত থেকে শিক্ষক-কর্মচারীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন।