
পাবিপ্রবিতে ৩ দিনব্যাপী পিপিআর প্রশিক্ষণ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘পিপিআর ২০০৮’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (১৭ মার্চ) শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ‘ট্রেনিং অন পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর)-২০০৮’ প্রশিক্ষণ শুরু হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। বিষয় বিশেষজ্ঞ হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন নাটোর জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) মো. আমির হোসেন।
প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম গোলজার হোসেন।
উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বলেন, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং সচেতনতা বাড়াতে হবে। দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। নিয়ম-কানুন জানা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
উপাচার্য আওয়াল বলেন, চাকরিকালীন কারো বিষয়ে যদি অডিট আপত্তি থাকে, তাহলে চাকরি থাকা অবস্থায়ই তাকে অডিট আপত্তি নিষ্পত্তি করতে হবে। তা নাহলে পেনশনের সময় তাকে অনেক ভোগান্তি পোহাতে হবে। এ বিষয়গুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে।
উপউপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, শেখার সঙ্গে সঙ্গে আমাদের অনুশীলনও বাড়াতে হবে। অনুশীলনের মাধ্যমেই সমস্যার সমাধান হতে পারে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, সরকারি টাকা খরচ করা কঠিন এবং সমন্বয় করা আরো কঠিন। নিয়ম মেনে সমন্বয় করতে হবে। ক্রয়সংক্রান্ত বিষয়ে নিয়ম-নীতি অনুসরণ করতে হবে। যেকোনো বিষয়ে আমাদের আইন জানা থাকলে কাজ করা সহজতর হয়। প্রশিক্ষণের মধ্য দিয়ে এসব বিষয়ে স্বচ্ছ ধারণা নিতে হবে।
পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্য়কস দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং দপ্তর প্রধানসহ কর্মকর্তারা প্রশিক্ষণ নিচ্ছেন। কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ভার্চুয়াল শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হচ্ছে এবং ১৯ মার্চ শেষ হবে। সঞ্চালনায় ছিলেন- পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের সহকারী রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন।