ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ২ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ভুয়াপুরে মহিলা কলেজ অধ্যক্ষকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন

শিক্ষা

আমাদের বার্তা, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৮, ১৭ মার্চ ২০২৫

সর্বশেষ

ভুয়াপুরে মহিলা কলেজ অধ্যক্ষকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন

লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ হাছান আলীকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন কলেজটির শিক্ষক কর্মচারীর একাংশ এবং কলেজ ছাত্রীরা।

সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় ভুয়াপুর উপজেলা প্রেসক্লাবের সামনে কলেজ শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তাদের অভিযোগ, কলেজের তালা ভেঙে অফিস দখল করার পরিপ্রেক্ষিতে তারা মানববন্ধনের আয়োজন করেছেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন- অধ্যাপক আব্দুল্লাহ আল আওয়াল হাবিব, নুরুল ইসলাম মনসুর, খন্দকার মুজাহিদ মেহেদী হাসান, সিমা আক্তার, রিনা খাতুন প্রমুখ। এতে বক্তব্য দেন অধ্যাপক মিজানুর রহমান আকন্দ, হোসনেয়ারা, শিক্ষার্থী নূরী, সানিয়া, পূজা প্রমুখ। 

বক্তারা বলেন, অধ্যক্ষ হাছান আলী অনেকদিন ধরেই নানান অনিয়ম, দুর্নীতি স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্যসহ অর্থ আত্মসাৎ করে আসছেন। এর এ অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। তিনি বহিষ্কারের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে হাইকোর্ট তার পক্ষে রায় প্রদান করেন। 

রায়ের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ গোলাম রব্বানীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে হাছান আলীকে দায়িত্ব প্রদান করে যোগদান করার অনুমতি দিয়ে আদেশ জারি করেন। কিন্তু কলেজ গভর্নিং বডি তার যোগদান গ্রহণ করেনি। তিনি কলেজের তালা ভেঙে অফিস দখল করেন। অভিযোগের বিষয়ে অধ্যক্ষ হাছান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মহামান্য হাইকোর্ট আমার পক্ষে রায় প্রদান করেছেন। তার প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দিয়ে আমাকে কলেজে যোগদান করার অনুমতি দিয়েছেন। আমি গভর্নিং বডির সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে অধ্যক্ষের অফিস কক্ষে প্রবেশ করতে গিয়ে তালা পরিবর্তন করা হয়েছে দেখে, সেই তালা ভেঙে অফিসে প্রবেশ করেছি।

জনপ্রিয়