ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ৩ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

এইচএসসির ১৩ কেন্দ্র বাতিল যে কারণে

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৩, ১৮ মার্চ ২০২৫

সর্বশেষ

এইচএসসির ১৩ কেন্দ্র বাতিল যে কারণে

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার ১৩টি কেন্দ্র বাতিল করা হয়েছে। এসব কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা অনেক কম, তাই বাতিল করে অন্য কেন্দ্রে সমন্বয় করা হয়েছে। ইতোমধ্যে বাতিল কেন্দ্রগুলোর কোডসহ শিক্ষাপ্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের আওতায় থাকা সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ তালিকা পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দৈনিক শিক্ষাডটকমকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, এসব কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা কম, যার ফলে কেন্দ্রর ব্যয় উঠানোই কষ্টসাধ্য হয়। একইসঙ্গে শিক্ষকরা যেনো আরো ভালো সম্মানী পান এজন্য বাতিল কেন্দ্রের পরীক্ষার্থীদের অন্য কেন্দ্রে সমন্বয় করা হয়েছে।

তিনি বলেন, সারা দেশে এমন অনেক কেন্দ্র রয়েছে, যেখানে পরীক্ষার্থী সংখ্যা নগণ্য। সেইসব কেন্দ্রও ভবিষ্যতে বাতিল করা হবে। এখানে অন্য কোনো কারণ নেই বলে জানান তিনি।

যে কেন্দ্রগুলো বাতিল হলো: ঝিটকা খাজা রহমত আলী কলেজ, এইচ এম ইনস্টিটিউশন, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, সৈয়দ আবুল হোসেন কলেজ, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজ, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি ও কলেজ, কদমবাড়ী ইউনিয়ন মহাবিদ্যালয়, ইলিয়াস আহমদ চৌধুরী কলেজ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, হাজী শরীয়ত উল্লাহ ডিগ্রি কলেজ, লালমিয়া সিটি কলেজ, রহিম সাত্তার আইডিয়াল কলেজ, বিক্রমপুর আদর্শ কলেজ।

প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন থেকে শুরু হবে। এ পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট থেকে শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে।

এর আগে প্রকাশিত সময়সূচিতে পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল-রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।

জনপ্রিয়