ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কাঁঠালিয়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় চেক বিতরণ

শিক্ষা

আমাদের বার্তা, কাঁঠালিয়া (ঝালকাঠি) 

প্রকাশিত: ১৩:০৮, ২৭ মার্চ ২০২৫

সর্বশেষ

কাঁঠালিয়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় চেক বিতরণ

ঝালকাঠির কাঠালিয়ায়্ ঈদ উপলক্ষে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টায় প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এ সহায়তার চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান।

এ সময় তিনি ৫০ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে দুই হাজার টাকার চেক তুলে দেন।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. শদীদুল আলম, কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিবন্ধী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারা দেশের সম্পদ। আমরা সবসময় তাদের পাশে থাকবো।

জনপ্রিয়