
কোম্পানীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাথী, সম্পাদক ওমর ফারুক
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালীর কোম্পানীগঞ্জ শাখার চার বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ৫১ পদের এ পর্ষদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন- বসুরহাট এস.এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক উম্মে কুলসুম সাথী ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ ওমর ফারুক।
বুধবার (২৬ মার্চ) উপজেলার বসুরহাট নির্ঝর কনভেনশনে এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে, একই সময়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ৪ শতাধিক শিক্ষক ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ১৭ জন গুণী শিক্ষক, ২১ জন কৃতি শিক্ষার্থী ও ৮ জন নবীন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়।
সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন- নির্বাহী সভাপতি পদে দক্ষিণ পশ্চিম চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার, সিনিয়র সহসভাপতি পদে মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া খানম, নির্বাহী সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক পদে দক্ষিণ আশ্রয়ণ আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুদ্দিন, সিনিয়র যুগ্মসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চরকাঁকড়া ২নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসীম মজুমদার।
নব নর্বিাচিত সভাপতি উম্মে কুলসুম সাথী বলেন, দল-মত ভুলে শিক্ষার সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সব সময় বিবেচনায় থাকবে।
ইফতার মাহফিল পরবর্তী কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নাসিম ফারুকী ও সাধারণ সম্পাদক আবদুল আলীম ভূঁইয়া সুজন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ।