
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণ: মুদি দোকানদার গ্রেফতার
নেত্রকোনা সীমান্তে কলমাকান্দা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মুদি দোকানদারের বিরুদ্ধে। বুধবার অভিযুক্তকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে কলমাকান্দা থানা পুলিশ। অভিযুক্ত ওয়াহেদ আলী (৬০) কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত সাত্তার মিয়া। গ্রামেই তার একটি মুদি দোকান রয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী মুদি দোকানদার ওয়াহেদ আলীকে ‘নানা’ বলে ডাকতো। দোকানের সামনে গেলে অনেক সময় বিস্কুট, চকলেট খাওয়াতেন। রোববার (২৩ মার্চ) দুপুর ২টার দিকে ওয়াহেদ আলী চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে দোকানের ভেতরে শিশুটিকে নিয়ে যান। পরে পাশবিকভাবে শিশুটিকে ধর্ষণ করেন।
ভুক্তভোগীর বাবা আবেগ আপ্লুতকণ্ঠে বলেন, আমার নিষ্পাপ ছোট্ট মেয়েকে পশুর মতো পাশবিক নির্যাতন করেছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি; যাতে এলাকায় আর কখনো কোনো লম্পট শিশু বা নারীকে ধর্ষণ করতে সাহস না পায়!
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, ঘটনাটি খুবই ন্যাক্কারজনক! শিশুর বাবা বাদী হয়ে থানায় ওয়াহেদ আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন। গ্রেফতার ওয়াহেদ আলীকে আদালতে পাঠানো হয়েছে।