
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেন্দ্রীয় মাঠে প্রথমবারের মতো পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজন করা হয়েছে। সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। জামাত শেষে বৃহত্তর মুসলিম উম্মাহ, দেশ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হবে।
শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জামাতে শরিক হওয়ার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী, পাশের এলাকার বিভিন্ন মসজিদের মুহতারাম ইমাম ও খতিবসহ খুলনাবাসীকে আমন্ত্রণ জানানো যাচ্ছে।
ঈদ জামাতে শরিক হওয়া মুসল্লিদের নির্দিষ্ট স্থানে গাড়ি-যানবাহন পার্কিংয়ের সুব্যবস্থা থাকবে। মুসল্লিদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল ও খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রবেশদ্বার ঈদের দিন খোলা থাকবে। অজু এবং ইস্তেঞ্জার জন্য কেন্দ্রীয় মসজিদের ওজুখানা ও ওয়াশরুম ব্যবহার করা যাবে।