ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ১৭ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

দুর্গাপুরে ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

শিক্ষা

আমাদের বার্তা, নেত্রকোনা

প্রকাশিত: ১১:৩৩, ৩০ মার্চ ২০২৫

আপডেট: ১১:৩৩, ৩০ মার্চ ২০২৫

সর্বশেষ

দুর্গাপুরে ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেত্রকোনা সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় নেত্রকোনা জেলা ছাত্রদলের সহসভাপতি শামছুল হুদা শামীম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নেত্রকোনা জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) সারোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী এই সিদ্ধান্ত অনুমোদন করেন। অব্যাহতিপ্রাপ্ত দুইজন হলেন, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পারভেজ মোশারফ ওরফে  মাসুম বিল্লাহ  এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল রহমান ওরফে আরিফ মোড়ল। 

জানতে চাইলে নেত্রকোনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন জানান, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সব বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জনপ্রিয়