ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কিউ হরফ থাকছে না কেমব্রিজ ডিকশনারিতে

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০:০০, ১ এপ্রিল ২০২৫

আপডেট: ২১:১৬, ১ এপ্রিল ২০২৫

সর্বশেষ

কিউ হরফ থাকছে না কেমব্রিজ ডিকশনারিতে

কিউ হরফ থাকছে না কেমব্রিজ ডিকশনারিতে

ইংরেজি বর্ণমালার ১৭তম হরফ কিউ (Q বা q)। এই হরফটি কেমব্রিজ ডিকশনারি থেকে সরিয়ে ফেলার ঘোষণা দেওয়া হয়েছে। তবে কিউ’য়ের পরিবর্তে সেখানে কোন শব্দটি ব্যবহার করা হবে, সে বিষয়েও জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১ এপ্রিল) কেমব্রিজ ডিকশনারি কর্তৃপক্ষ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিশেষ ঘোষণার মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়।

কেমব্রিজ ডিকশনারি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয় ‘আমাদের কমিউনিটির জন্য একটি বিশেষ ঘোষণায়’ উল্লেখ করা হয়েছে, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শেয়ার করতে এসেছি। আমাদের কমিউনিটির সদস্যরা সবসময় ইংরেজি বানান নিয়ে সমস্যায় পড়েন; বিশেষ করে ‘q’ হরফটি দিয়ে বানান করা শব্দগুলোর সঙ্গে। সে কারণে আমরা কেমব্রিজ ডিকশনারি থেকে ‘q’ হরফটি সরিয়ে ফেলবো।

তবে ‘q’ হরফের পরিবর্তে কোন হরফ ব্যবহার করা হবে, সেটি জানিয়ে কেমব্রিজ ডিকশনারি কর্তৃপক্ষ বলছে, বর্তমানে ‘qu’ দিয়ে বানান করা সব শব্দের পরিবর্তে ‘k’ অথবা ‘kw’ দিয়ে বানান করা হবে। উদাহরণস্বরূপ, kwiet, ekwipment এবং antike।

তবে কেমব্রিজ ডিকশনারিতে কিউ হরফ বাদ দেওয়ার খবরটিকে তারা ১ এপ্রিলের এপ্রিল ফুলের মজার খবর বলে জানিয়েছে।

জনপ্রিয়