ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নলছিটি মার্চেন্টস হাইস্কুলের এসএসসি একানব্বই ব্যাচের পুনর্মিলনী

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৮, ২ এপ্রিল ২০২৫

সর্বশেষ

নলছিটি মার্চেন্টস হাইস্কুলের এসএসসি একানব্বই ব্যাচের পুনর্মিলনী

৩৪ বছর পর নলছিটি মার্চেন্টস হাইস্কুলের এসএসসি একানব্বই ব্যাচের সহপাঠীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) দিনব্যাপী স্কুল প্রাঙ্গণে নানা আয়োজন ও কৈশোরের স্মৃতিচারণে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

উৎসবে যোগ দিতে সকাল থেকেই আসতে শুরু করেন ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী নলছিটি মার্চেন্টস হাইস্কুলের এসএসসি ’একানব্বই ব্যাচের শিক্ষার্থীরা। ভ্রাতৃত্বের বন্ধনে কৈশোরের পরিচিত মুখগুলোর সঙ্গে একত্রিত হয়ে স্কুল প্রাঙ্গণে একটি র‍্যালি হয় বিকেল ৫টায়।
ব্যস্ত কর্মজীবনের ক্লান্তি ভুলে কৈশোরের বন্ধুদের সঙ্গে নতুন করে কাটানো সময় ক্যামেরাবন্দি করে রাখতে সবাই ছিলেন খুব আগ্রহী।

স্কুল জীবনের গণ্ডি পার হওয়ার ৩৪ বছর পর হারিয়ে যাওয়া বন্ধুত্বের কাছে পেয়ে সবাই আনন্দবোধ করেন। এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগে সবার সঙ্গে কুশল বিনিময় ও স্মৃতিচারণে কাটে পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম পর্ব।

সন্ধ্যা ৭টায় পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। যে বন্ধুরা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে এই পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন- দেশের একমাত্র শিক্ষাবিষয়ক ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমের সম্পাদক ও প্রকাশক এবং প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তা’র প্রধান সম্পাদক সিদ্দিকুর রহমান খান।

দিনের শেষভাগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে যারা এবার নানা কারণে উপস্থিত থাকতে পারেনি তাদের সঙ্গে নিয়ে পরবর্তী পুনর্মিলনী উৎসব আয়োজন করার আশাবাদ ব্যক্ত করা হয়।

জনপ্রিয়