
ঝালকাঠির কাঁঠালিয়ায় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টসে অ্যাসোসিয়েশন অব কাঠালিয়ার ঈদ পুনর্মিলনী ও আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় কাঁঠালিয়া অফিসার্স ক্লাবে ঈদ পুনর্মিলনী শেষে উপস্থিত সবার প্রস্তাবনা ও সমর্থনে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এতে মো. ইমরান কবিরকে আহ্বায়ক, মো. শফিকুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মো. রিয়াজুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক, মো. তাওহিদুল ইসলামকে সদস্য সচিব ও মো. আনোয়ার হোসেন সাগরকে নির্বাহী সদস্য করা হয়েছে।
এ সময় বক্তব্য দেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আরিফুর রহমান, সহকারী অধ্যাপক মো. ইমরান কবির, সহকারী অধ্যাপক ছাইদুর রহমান, ডা. ফারজানা সারমিন সুখি, শিক্ষক মো. শফিকুর রহমান প্রমুখ।