
আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। এ ঘটনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা দৈনিক জানিয়েছেন, শিক্ষার্থীদের এ দাবি অযৌক্তিক। এ ছাড়াও তারা এই দাবির প্রেক্ষিতে আন্দোলনের ডাকে কোনো সাড়াই পাননি। ফলে শিক্ষা বোর্ডের আগের সিদ্ধান্তই বহাল রয়েছে। তারা বলছেন, পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির বলেন, আমাদের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। এই মুর্হূতে কয়েকজন শিক্ষার্থী যে দাবি তুলেছেন, সেটা যৌক্তিক না। যদি যৌক্তিক হতো তাহলে অবশ্যই আমরা এটা বিবেচনার জন্য বসতাম।
আরো পুড়ন-
এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক
আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ। সব কেন্দ্রে পরীক্ষার সরঞ্জামাদি পাঠানো শেষ। তাদের এসব দাবি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।’
উল্লেখ্য, ফেসবুকে একটি গ্রুপ খুলে পরীক্ষা পেছানোসহ দুই দফা দাবি তুলে ধরেন একদল শিক্ষার্থী। তাদের দাবিগুলো হলো- পরীক্ষা এক মাস পেছানো এবং সব পরীক্ষায় ৩ থেকে ৪ দিন বন্ধ দেয়া। তারা দাবির কারণ হিসেবে উল্লেখ করেছেন, রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেয়া সম্ভব হয়নি।
এ ছাড়া ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেয়া সম্ভব হচ্ছে না। এ দাবি মেনে না নিলে অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।