ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

‘ভারতে আছি’ ফেসবুকে পোস্ট দিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা 

শিক্ষা

আমাদের বার্তা, সাভার

প্রকাশিত: ১৯:৪৭, ৩ এপ্রিল ২০২৫

সর্বশেষ

‘ভারতে আছি’ ফেসবুকে পোস্ট দিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা 

সামাজিক গণমাধ্যম ফেসবুকে ‘ভারতে আছি’ পোস্ট দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার হয়েছেন সাভার থেকে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে সাভার মডেল থানা পুলিশ সাভারের একটি ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সোহেল রানাকে গ্রেফতার করে।
তিনি সাভারে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি বলে জানিয়েছে পুলিশ।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে আশ্রয় নেন এবং আত্মগোপনে চলে যান সোহেল রানা। 
পুলিশের নজরদারি এড়াতে তিনি জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে ‘ভারতে আছেন’ মর্মে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছিলেন। তিনি সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

সাভারে ছাত্র-জনতাকে গুলি করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে সোহেল রানার বিরুদ্ধে। ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামের মোহাম্মদ আলী ওরফে আহম্মদ আলীর ছেলে সোহেল রানা দীর্ঘদিন ধরে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, সোহেল রানা ছিলেন সাভারের ত্রাস। ধর্ষণের ঘটনায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলেও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানের ঘনিষ্ঠ হওয়ায় তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বেপরোয়া হয়ে ওঠেন।

সোহেল রানার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে সাভার থানার পুলিশ।

জনপ্রিয়