
নওগাঁর মান্দায় ধর্ষণের অভিযোগে এক স্কুলছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। আটক জাহিদ হোসেন (১৬) উপজেলার ১৩ নম্বর কশব ইউনিয়নের চকবালু গ্রামের আনিছুর রহমানের ছেলে ও এবারের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
শনিবার সকাল ৯টার দিকে ভুক্তভোগীর মা মান্দা থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ওই ছাত্রীর সঙ্গে দুই বছর আগে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে জাহিদ হোসেনের। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৬ নম্বর মৈনম ইউনিয়নের বর্দ্দপুর গ্রামের সৌদি প্রবাসী জাইফুল হোসেনের বাড়ির সামনে রাস্তার পাশে এ ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার চকবালু গ্রামের আনিছুর রহমানের ছেলে জাহিদ হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দুপুরে উভয় পক্ষের অভিভাবক সম্মতিতে ও জাহিদ থানায় উপস্থিত হলে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শনিবার সকাল ৯টার দিকে ভুক্তভোগীর মা মান্দা থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে নওগাঁ জেলা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমনে আইনের (৯) ১ ধারায় মামলা দায়ের হয়েছে। পরে আদালতের মাধ্যমে অভিযুক্তকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।