
টাঙ্গাইলের ভুঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোছা. পপি খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ সোবাহান, ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, অভিভাবক প্রতিনিধি মো. আব্দুল আলীম চকদার, শিক্ষক প্রতিনিধি রোকসানা আক্তার প্রমুখ।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন, এ বিদায় তোমাদের চির বিদায় নয় বরং মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে পদার্পণ করার আনুষ্ঠানিকতা। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যাও। তোমরা একদিন সফলতা অর্জন করে মা-বাবা ও শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে।
এরপর দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।