
নেত্রকোনার বারহাট্টা উপজেলার চল্লিশ কাহনীয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এতে এসএসসি পরীক্ষার্থীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষক প্রতিনিধি, ম্যানেজিং কমিটির সদস্য এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রোববার (৬ এপ্রিল) দুপুরে চল্লিশ কাহনীয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী ফকির আশরাফ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আব্দুলাহ। পরীক্ষার্থীদের পক্ষ থেকে কামাল হোসেন বলেন, আমরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে বিদায় নিচ্ছি। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত কোনো স্যারের সঙ্গে অভব্য আচরণ করে থাকলে ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা দোয়া প্রার্থনা করছি, যাতে উচ্চশিক্ষা গ্রহণ করে আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি।
সিনিয়র সহকারী শিক্ষক শাহজাহান খান বলেন, শিক্ষার্থীদের আমরাও পাঠদানের সময় শাসন করি আবার আদর করি। আজীবন চলার পথে উৎসাহ ও দেই। তোমরা শুধুমাত্র এসএসসি পরীক্ষা নয়, বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে জীবনে উন্নতি লাভ করবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য অবদান রাখবে এই প্রত্যাশা করি।প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, আজকের বিদায় ছাত্রজীবনে বিদ্যালয় ছেড়ে কলেজে পদার্পণের প্রস্তুতিস্বরূপ। এ বছর আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা আইন-শৃঙ্খলা মেনে অত্যন্ত শান্তশিষ্ট হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। কোনো ধরনের অসদুপায় অবলম্বন করা থেকে বিরত থাকবে। উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে ভদ্র আচরণ প্রদর্শন করবে। পরীক্ষার হলে প্রবেশের আগে অবশ্যই প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, প্রয়োজনীয় উপকরণ সঙ্গে নিয়ে আসবে।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আব্দুলাহ বলেন, এ বিদায় জীবনে শিক্ষার স্তর উন্নয়নের জন্য। সব পরীক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকবে। পরীক্ষার খাতায় প্রয়োজনীয় তথ্য ও সেটকোড মনোযোগ সহকারে লিখবে। কোনো ভুল বা জরুরি কোনো প্রয়োজন হলে অবশ্যই হলের তথ্যাবধায়ক অথবা হলের সুপার মহোদয়কে জানাবে। সবার সফলতা কামনা করছি। সবার জীবন আলোকিত হোক।
আলোচনা শেষে প্রধান শিক্ষক ও প্রধান অতিথি বিদায়ী সব পরীক্ষার্থীর হাতে সুন্দর কলম, কোর্টফাইল তুলে দেন। সে সময় শিক্ষক, শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে এক আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয়। এরপর উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ করা হয়।
এ বিদ্যালয় থেকে এ বছর মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের মোট ১শ ৪২ জন পরীক্ষার্থী আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।