
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা একমাস পেছানোসহ দুই দফা দাবিতে শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক নয় বলে মনে করেন ৭২ শতাংশ মানুষ। দেশের শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম পরিচালিত তাৎক্ষণিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে অংশ নেয়া ২৫ শতাংশ মানুষ মনে করেন শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। আর বাকি ৩ শতাংশ মানুষ পক্ষে বা বিপক্ষে কোনো মত দেননি।
গত ৩ এপ্রিল বিকেল থেকে শুরু হয়ে ৫ এপ্রিল বিকেল পর্যন্ত দৈনিক শিক্ষাডটকমের ওয়েবসাইটে এ জরিপ চলানো হয়। জরিপে প্রশ্ন করা হয়, এসএসসি পরীক্ষা একমাস পেছানোসহ দুই দফা দাবিতে শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। আপনি কি এই আন্দোলনকে যৌক্তিক মনে করেন?
জরিপে ‘হ্যাঁ’ এবং ‘না’–এর পাশাপাশি ‘মন্তব্য’ নেই এমন একটি ঘর ছিলো। দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন ৮ হাজার ৫৯৯ জন। ‘না’ ভোট দিয়েছেন ৬ হাজার ১৭১ জন এবং ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ২ হাজার ১৭৮ জন মানুষ। একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একবারই ভোট দেয়ার সুযোগ ছিলো।
প্রসঙ্গত, ২০২৫ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। এমন সময় গত ৩ এপ্রিল পরীক্ষা একমাস পেছানোসহ দুই দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। তাদের দুই দাবি হলো- পরীক্ষা ১ মাস পেছানো, সব পরীক্ষায় ৩-৪ দিন বন্ধ দেয়া।
দাবির যৌক্তিকতা হিসেবে পরীক্ষার্থীরা জানিয়েছে, রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেয়া সম্ভব হয়নি। এ ছাড়া ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেয়া সম্ভব হচ্ছে না। তাই একমাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নেয়া যাবে।
আরো জানিয়েছে, গরমে একটানা পরীক্ষা দেয়া সম্ভব নয়। গরমে একটানা পরীক্ষা দিলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বে। এ ছাড়া বেশিরভাগ শিক্ষার্থীর পরীক্ষার কেন্দ্রও দূরে। তাই প্রত্যেক পরীক্ষায় তিন-চার দিন বন্ধ দিতে হবে।
তবে এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডও জানিয়েছে আন্দোলন অযৌক্তিক। বোর্ডের আগের সিদ্ধান্ত বহাল থাকবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।