
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে একের পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
ইসরায়েলি সহিংস হামলা ও গণহত্যার প্রতিবাদে মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণ রসায়ন ও অণুপ্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে সকাল সাড়ে ১১টায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন তারা। সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শ্লোগান দেন তারা।
সমাবেশে প্রাণ রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, সারাবিশ্ব আজ দেখছে, তারা (ইসরায়েল) একটি অভিশপ্ত জাতি, যারা নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে। সময় এসেছে আজ পুরো মুসলিম বিশ্বকে এক হওয়ার। গুঁড়িয়ে দিতে হবে সমস্ত বিষদাঁত।
মাহফুজ ইসরায়েলের ধ্বংস কামনা করে বলেন, সেই দিন আর বেশি দূরে না, যেদিন আল্লাহর সব বাণী আমাদের সামনে দৃশ্যমান হবে। প্রাণ রসায়ন বিভাগের শিক্ষার্থী নূর নাহার লিয়া বলেন, আমরা গত এক বছর যাবত ইসরায়েলের পণ্য বয়কট করে আসছি কিন্তু বোম্বিং কমেনি, বোম্বিং বন্ধ হয়নি। তাই শুধু বয়কটে সীমাবদ্ধ থাকলে হবে না। মিশর, পাকিস্তান, তুরস্ক, ইরানের মতো শক্তিশালী মুসলিম দেশগুলোর কাছে অনুরোধ করেন এই প্রতিবাদে অংশ নেওয়ার।