
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল, সংহতি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ এপ্রিল) দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্যের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে ফের প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
‘দ্য ওর্য়াল্ড স্টপ ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন এবং মানবতার চরম লঙ্ঘন। যেকোনো যুদ্ধের ক্ষেত্রে শিশু, নারী ও বৃদ্ধদের হামলার বাইরে রাখা হয়। অথচ ইসরাইল সুপরিকল্পিতভাবে তাদের লক্ষ করেই এই হামলা চালাচ্ছে। তারা শুধু গাজার কাঠামোই ধ্বংস করছে না, ফিলিস্তিনিদের চিরতরে উচ্ছেদ করার লক্ষ্যে গণহত্যা চালাচ্ছে। আর বিশ্বে যারা মানবতার কথা বলেন সেই যুক্তরাষ্ট্র এই হামলায় মদদ এবং সরাসরি সহযোগিতা করছে।
তিনি আরো বলেন, আমরা তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতে না পারলেও তাদের যত পণ্য রয়েছে, তা বর্জন করবো। সব মাধ্যমে তাদের প্রকৃত চরিত্র উম্মোচন করে বিশ্বদরবারে ছড়িয়ে দিতে হবে। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, ইসরাইলের সঙ্গে আমাদের দেশের যত চুক্তি আছে, তা বাতিল করা এবং ভবিষ্যতেও যেন আর কোনো চুক্তি করা না হয়।
ইসরাইলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু একজন পলাতক আসামি যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আগে থেকেই মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। আমাদের দেশের সরকারের প্রতি আহ্বান জানাই, যেন আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাকে বিচারের আওতায় এনে সঠিক বিচার নিশ্চিত করা হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন- উপরেজিস্ট্রার (আইন) মুহাম্মদ মাহবুবুর রহমান, কর্মচারীদের প্রতিনিধি মো. নজরুল ইসলাম এবং শিক্ষার্থীদের প্রতিনিধি।
সমাবেশটি সঞ্চালনা করেন পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. আশরাফুল আলম।
এ সময় চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিবহন প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ইসরাইলের ধ্বংস এবং গাজাবাসীর মুক্তি ও শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মো. আব্দুল হাকিম।