ঢাকা সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ২৩ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ফিলিস্তিনে গণহ*ত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

শিক্ষা

আমাদের বার্তা, জবি

প্রকাশিত: ১৮:৩৯, ৭ এপ্রিল ২০২৫

সর্বশেষ

ফিলিস্তিনে গণহ*ত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীরা। 

সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে এ মিছিল বাহাদুর শাহ পার্ক ঘুরে রফিক ভবনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘উহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’,‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি গাজা’ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

সমাবেশে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাহিন মিয়া বলেন, আমরা দেখছি, সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত। ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ওপর নির্যাতন করা হচ্ছে। এখন গাজার যে অবস্থা এসময় জিহাদ ছাড়া উপায় নাই। আমরা ফিলিস্তিনের মুক্তি চাই।

বোটানি বিভাগের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমাদের এখন বক্তব্য দেওয়ার সময় নয়। এখন ফিলিস্তিনের ওপর হামলা হত্যা চলছে, কিছুদিন পর দেখবেন, আপনাদের ওপর হামলা হবে। এরপর সৌদি, মিশরও পার পাবে না। আমরা মুসলিমদের একত্রিত হতে হবে। আমাদের মুসলিম দেশগুলোকে জাগাতে হবে। ইরান, ইরাক, সৌদি আরব, মিশরকে জাগাতে হবে। 

আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, মুসলিম বিশ্ব আজ নিজেদের মধ্যে বিভেদ নিয়ে ব্যস্ত আছে। আমাদের ভাইয়েরা-বোনেরা আজ মারা যাচ্ছে কিন্তু আমাদের মুসলমানরা বদর আর উহুদের শিক্ষাকে ভুলে যাওয়ার কারণে কিছুই করতে পারছে না। বাংলাদেশসহ সব মুসলিম দেশকে শক্তিশালী হতে হবে। আমাদেরকে আত্মনির্ভর হতে হবে। এমন অবস্থানে যেতে হবে যাতে আমরা আর কোনো দেশের ওপর নির্ভর করতে না হয়, চাই, সেটা অস্ত্র হোক বা কোনো পণ্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়