
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সরকারের আইসিটি বিভাগের সঙ্গে একটি সমঝোতা স্মারক চুক্তি সই হতে যাচ্ছে।
এ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নগর কার্যালয়ে সোমবার (৭ এপ্রিল) দুপুরে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়টি সম্প্রতি নানাবিধ পদক্ষেপ হাতে নিয়েছে। সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা সংক্রান্ত সমঝোতা চুক্তি সই এ পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম।
তিনি বলেন, মানসম্মত শিক্ষার অভাবে আমাদের দেশের গ্রাজুয়েটরা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হচ্ছে। এ সমস্যা নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয় তার কারিকুলাম ও সিলেবাসে ব্যাপক পরিবর্তন আনছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইসিটি বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।