
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার এসব মিছিল করা হয়। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে। আমাদের বার্তার প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:
ঢাকা বিশ্ববিদ্যালয়
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকে একের পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে সকালে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন প্রাণ রসায়ন ও অণুপ্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শ্লোগান দেন তারা।
শিক্ষার্থীরা বলেন, সারাবিশ্ব দেখছে, তারা (ইসরায়েল) একটি অভিশপ্ত জাতি, যারা নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে। সময় এসেছে পুরো মুসলিম বিশ্বকে এক হওয়ার। গুঁড়িয়ে দিতে হবে সমস্ত বিষদাঁত। সেই দিন আর বেশি দূরে না, যেদিন আল্লাহর সব বাণী আমাদের সামনে দৃশ্যমান হবে। [inside-ad]
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে এ মিছিল বাহাদুর শাহ পার্ক ঘুরে রফিক ভবনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘উহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি গাজা’ ইত্যাদি শ্লোগান দিতে থাকে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে একদিনের অফিস ও শ্রেণি কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।
গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ শীর্ষক শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করা হয়। আজ মঙ্গলবারও বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
গাজায় দখলদার ইসরায়েলির চালানো সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে জেরুজালেম ভূখণ্ডে ফিলিস্তিনিদের পূর্ণ অধিকার রয়েছে এবং তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম বৈধ ও ন্যায্য বলেও উল্লেখ করেন তারা৷ দুপুরে বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বুয়েটের শতাধিক শিক্ষার্থীর সঙ্গে একাত্মতা পোষণ করে বেশ কয়েকজন শিক্ষক অংশগ্রহণ করেন।
এ সময় আন্দোলনকারীরা ‘ফ্রম দা রিভার টু দা সি প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ইস্ট টু ওয়েস্ট নো ফ্লো টু জায়োনিস্ট’, ‘ফিলিস্তিন মুক্তি পাক, ইসরাইল নিপাত যাক; ‘ইনকিলাব ইনকিলাব, আল আকসা জিন্দাবাদ’ইত্যাদি শ্লোগান দেন।
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি
ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির মহাখালী ক্যাম্পাস থেকে এ কর্মসূচি পালন করা হয়।
ইসরায়েলি বাহিনীর গণহত্যার নিন্দা জানিয়ে আইএসইউ শিক্ষার্থীদের এ কর্মসূচিতে যোগদান করেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান। এসময় আরো উপস্থিত ছিলেন আইএসইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কমকর্তা ও শিক্ষার্থীরা।
ইসলামী বিশ্ববিদ্যালয়
গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বর সন্ত্রাসী আগ্রাসন ও নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং তাদের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশ করে।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো করতে হবে’, ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে’, বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো’, ‘বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন স্বাধীন করো’, ‘ইজরাইল ইজরাইল, সন্ত্রাসী সন্ত্রাসী’, বয়কট বয়কট, ইজরায়েল বয়কটসহ বিভিন্ন শ্লোগান দেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
গাজায় ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আজ মঙ্গলবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয়ে সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত এবং আঞ্চলিক ও উপআঞ্চলিক কেন্দ্রে সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
গণ বিশ্ববিদ্যালয়
ফিলিস্তিনের গাজা উপত্যকায় মার্কিন মদদে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের লড়াইয়ে সমর্থন জানিয়ে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন গণ বিশ্ববিদ্যালয় (গবি) শিক্ষক-শিক্ষার্থীরা এবং ‘The world stops for Gaza’ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও পূর্বের ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সংলগ্ন ট্রান্সপোর্ট ইয়ার্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাইশ মাইলে গিয়ে বক্তব্য দেয়ার মধ্য দিয়ে সমাবেশটি শেষ হয়।
মিছিল চলাকালীন তারা ‘ফ্রম দ্য রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘নিপাত যাক, নিপাত যাক, জায়োনিজম নিপাত যাক’, ‘নিপাত যাক নিপাত যাক, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ, জায়োনিজম মুর্দাবাদ’ সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
আইডিয়াল কলেজ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয়েছে। 'নো ওয়ার্ক নো ক্লাস' কর্মসূচির আলোকে আইডিয়াল কলেজের শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীরা পূর্বঘোষিত এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ র্যালিটি সায়েন্সল্যাব ও শাহাবাগ হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়। বিক্ষোভ র্যালিতে অংশগ্রহণ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেযওয়ানুল হকসহ শিক্ষক কর্মকর্তা, কর্মচারীরা। এ সময় অসহায় ফিলিস্তিনিদের আর্থিক সহায়তার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়।
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতম হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও ধর্মঘট অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতম হামলা ও গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের শিক্ষার্থীদের আহ্বানে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিবাদ মানববন্ধন ও ধর্মঘট অনুষ্ঠিত হয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতেও। গতকাল দুপুর ১২:৩০ মিনিট হতে ১:০০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্মুখ সড়কে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এই প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ ছাড়া সারাদেশের বিভাগীয় শহর, জেলা ও উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
ইডেন মহিলা কলেজ
গাজায় গণহত্যা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইডেন মহিলা কলেজের ছাত্রীরা।
সোমবার কলেজের সামনে থেকে মিছিলটি শুরু করেন তারা। এ সময় ছাত্রীরা ইসলায়েল বিরোধী নানা শ্লোগান দেন। 'নো ওয়ার্ক নো ক্লাস' কর্মসূচির পূর্ব ঘোষিত এই বিক্ষোভ র্যালিতে অংশগ্রহণ করেন তারা।
ঢাকা কলেজ
শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনের রাস্তায় অবস্থান নিয়ে তারা ফিলিস্তিনের পক্ষে শ্লোগান দেন এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান৷ এর আগে শিক্ষার্থীরা কলেজ চত্বরে জড়ো হয়ে র্যালি বের করেন। যা ক্যাম্পাস ঘুরে সামনের রাস্তায় গিয়ে শেষ হয়। র্যালিতে শিক্ষার্থীদের হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’‘স্টপ জেনোসাইড ইন গাজা, ‘সেইভ চিলড্রেন অব প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।
বরিশাল: বরিশালে কার্যক্রম বন্ধ রেখেছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এ কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় নগরীর টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন পালন করে ছাত্র-জনতা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি শুরু করে তারা।