ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ৩ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

হাতীবান্ধায় পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ 

শিক্ষা

আমাদের বার্তা, লালমনিরহাট 

প্রকাশিত: ১৪:২৬, ৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:৩২, ৮ এপ্রিল ২০২৫

সর্বশেষ

হাতীবান্ধায় পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে।

এসএসসি পরিক্ষার্থীরা জানিয়েছেন, নির্ধারিত ফি জমা দেওয়ার পরও প্রবেশপত্র না দিয়ে আরো ১শ টাকা দাবি করে বিদ্যালয় কর্তৃপক্ষ। 

অতিরিক্ত টাকা পরিশোধের পর মিলছে প্রবেশপত্র। এ ঘটনায় পরীক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের হাতে একটি রশিদ দেওয়া হয়, সেই রশিদে ১শ টাকা উল্লেখ থাকলেও এর ব্যয়েরখাত সম্পর্কে কোনো কিছু লেখা নেই।

এ ব্যাপারে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ঈদ উপলক্ষে পরীক্ষার্থীদের কাছ থেকে ১শ টাকা বেশি নেওয়া হয়েছে।

অভিভাবকেরা অভিযোগ করে বলেন, বিদ্যালয়টিতে অনেক দরিদ্র পরিবারের সন্তান পড়াশোনা করে। নির্ধারিত ফি পরিশোধ করতেও অনেকের কষ্ট হয়। সেখানে শিক্ষা বোর্ডের কোনো নির্দেশনা ছাড়াই অতিরিক্ত টাকা আদায় অনৈতিক ও অমানবিক। তারা এই ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপ কামনা করেছেন।

হাতীবান্ধা উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, এ ঘটনা কোনো অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষায় দক্ষিণ জাওরাণী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় থেকে ৭৩ জন শিক্ষার্থী অংশ নেবেন। 

জনপ্রিয়