
সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেছেন, যারা পড়াশোনা করছে, তারা সবাই তৈরি। তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। আমি মনে করি, তারা দুই সপ্তাহ পরীক্ষা পেছানোর জন্য বসে নেই। একই সিলেবাসে দুটো পরীক্ষা। একটা সিলেবাস পড়েই পরীক্ষা দেওয়া যাচ্ছে। এক্ষেত্রে পরীক্ষা পেছানোর দাবিটা মনে হয় না যৌক্তিক।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পিএসসি কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে ৪৬তম বিসিএস পেছানোর দাবিতে পিএসসির বাইরে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। পরে তার কাছে পরীক্ষা পেছানোর দাবির ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, বিসিএসের জট ছাড়ানো আমাদের প্রধান কাজ। আমরা একটা রোডম্যাপ নিয়ে কাজ করছি সেখান থেকে বের হওয়ার সুযোগটাও কম। এ ছাড়াও যেখানে আমরা প্রশ্নপত্র ছাপাবো, নির্দিষ্ট সময় পরে আর সেখান থেকে প্রশ্ন ছাপানো যাবে না।
চাকরিপ্রার্থীরা জানান, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয় ২০২৪ খ্রিষ্টাব্দের ২২ ডিসেম্বর। ৬ মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো অর্ধেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। যে গতিতে পিএসসি এগোচ্ছে, তাতে আরো এক বছর সময় লাগবে ৪৪তম বিসিএসের ভাইভা শেষ করতে। এর মধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা রয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী ৪৬ এর লিখিত দেবে। তারা মৌখিক পরীক্ষার প্রস্তুতি নেবে নাকি লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবে!