
শিক্ষা মন্ত্রণালয়অবশেষে নুরুজ্জামানমুক্ত হয়েছে। বিতর্কিত যুগ্মসচিব নুরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
রোববার শিক্ষা মন্ত্রণালয় ওই প্রজ্ঞাপনটি জারি করেছে মর্মে লেখা রয়েছে। এর আগে তাকে পানিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হলেও তিনি শিক্ষা মন্ত্রণালয়ে থেকে যেতে চেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে স্ট্যান্ড রিলিজের কোনো প্রজ্ঞাপন পাওয়া যায়নি।
এক সূত্র জানিয়েছে, প্রজ্ঞাপনটি মূলত খসড়া করা হয়েছে। এখনও জারি হয়নি। অপর এক সূত্র জানায়, ওইদিনই তাকে হাতে ধরিয়ে দেওয়া হয় স্ট্যান্ড রিলিজের আদেশ। আদেশের কপি পেয়ে চরম হতাশ হন তিনি। একাধিক প্রত্যক্ষদর্শী আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, স্ট্যান্ড রিলিজের আদেশ গোপন রাখতে বদলিবাণিজ্যচক্র ব্যাপক তৎপরতা চালায়। বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বলানো হয়, ওই আদেশ এখনো জারি হয়নি; কেবল খসড়া হয়েছে। প্রচারিত কপিটি ভু্য়া ইত্যাদি। বাস্তবে তিন শতাধিক শিক্ষা ক্যাডারের কাছ থেকে টাকা নিলেও তাদের বদলি করে যেতে না পারায় ক্ষোভ ও কষ্ট আছে তার।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার, জেলা ও উপজেলা শিক্ষা অফিসার এবং সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বদলি বাণিজ্যের অভিযোগ বিস্তর।
একাধিক সংবাদমাধ্যমে এ বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকমে ‘শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরে বদলি বাণিজ্যের ঈদ!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়।