ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৪ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

একই দিনে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, ‘মার্চ ফর গাজা’: দুশ্চিন্তায় ভর্তিচ্ছুরা

শিক্ষা

আমাদের বার্তা

প্রকাশিত: ১৮:২৩, ৯ এপ্রিল ২০২৫

সর্বশেষ

একই দিনে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, ‘মার্চ ফর গাজা’: দুশ্চিন্তায় ভর্তিচ্ছুরা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে গণজমায়েতের ডাক দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট’ বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম। 

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত হবে এ লং মার্চ। এদিকে, একই দিন একই সময়ে কৃষি গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘোষণা আসার পরেই পরীক্ষার পরীক্ষার্থীরা দুশ্চিন্তায় পড়েছেন।

ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনের পক্ষে এটিই হবে, সবচেয়ে বড় মার্চ। এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন দেশ বরেণ্য সব আলেম-ওলামা, রাজনীতিবিদ এবং সেলিব্রেটিরা। তারা তাদের ভিডিও বার্তায় অন্যদেরকেও এই কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। এছাড়া এক্সট্রিমিস্ট গ্রুপের লিডাররাও ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন। 

এই গণজমায়েতের ফলে পরীক্ষার্থীরা সঠিক সময়ে কেন্দ্রে উপস্থিত হতে পারবেন না বলে আশঙ্কা করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা।  এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন অনেকেই। তাদের দাবি, হয় লং মার্চের তারিখ পরিবর্তন অথবা ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হোক।

এদিকে, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ অনুরোধ জানান।

পোস্টে তিনি বলেন, এ মুহূর্তে দেশে অবস্থান করছেন প্রায় ৫০ দেশের ৬০০ জনের বেশি প্রত্যক্ষ বিনিয়োগকারী। বিদেশি বিনিয়োগকারীদের উপস্থিতি, তাদের ইপিজেড, স্পেশাল ইপিজেড, হাইটেক পার্ক এবং স্টার্টআপ ভিজিটের বিষয়গুলো সার্বিকভাবে বিবেচনা করে, ‘মার্চ ফর গাজা’ প্রোগ্রামটি ১২ এপ্রিলের পরিবর্তে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া যায় কিনা, এমন বিবেচনার জন্য বিনীতভাবে আয়োজকদের অনুরোধ করি।

জনপ্রিয়