ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৪ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শ্যামনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ সদস্যের পদত্যাগ

শিক্ষা

আমাদের বার্তা

প্রকাশিত: ১৯:৩৬, ৯ এপ্রিল ২০২৫

সর্বশেষ

শ্যামনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ সদস্যের পদত্যাগ

সাতক্ষীরার শ্যামনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে ৪৮ সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ‘সীমাহীন স্বজনপ্রীতি’, ‘অগণতান্ত্রিক সিদ্ধান্ত’ এবং ‘মাঠপর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন’-এর অভিযোগ আনেন সংগঠনের এই ৪৮ সদস্য।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মাসুম বিল্লাহ।

তিনি বলেন, এ বছরের ৭ এপ্রিল সাতক্ষীরা জেলা কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শ্যামনগর উপজেলা কমিটির ৭৬ সদস্যের একটি তালিকা প্রকাশ করা হয়। অথচ এই কমিটি গঠনের আগে কোনো ধরনের মতামত নেওয়া হয়নি এবং নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নে দীর্ঘদিন কাজ করে যাওয়া প্রকৃত ছাত্র নেতাদের বাদ দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, একমাত্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনেক সুবিধাভোগীদের স্থান করে দিতে মাঠের কর্মীদের ছেঁটে ফেলা হয়েছে। যারা কোনোদিন আন্দোলন-সংগ্রামে ছিলেন না, তাদের ঠাঁই হয়েছে কমিটির গুরুত্বপূর্ণ পদে।

তারা নতুনভাবে সংগঠিত হবেন জানিয়ে মো. মাসুম বিল্লাহ বলেন, শুধুমাত্র পদত্যাগই করিনি বরং সংগঠনের আদর্শ রক্ষায় ভবিষ্যতে নতুন করে সংগঠিত হবো আমর।  তিনি বলেন, এটি একটি আদর্শিক প্ল্যাটফর্ম, যেখানে বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের ঐক্য গড়ে তোলা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই চেতনারই ক্ষয় ঘটানো হয়েছে।

সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যের কপি থেকে জানা যায়, কমিটির ৭৬ সদস্যের মধ্যে ইতোমধ্যে ৪৮ জন সদস্য লিখিতভাবে স্বাক্ষর দিয়ে পদত্যাগ করেছেন। তারা দাবি করেন, আমরা কোনো রাজনৈতিক দলের ছায়াতলে নয়, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গঠনে বিশ্বাসী। সেই বিশ্বাসেই আমরা সংগঠনের এমন একচেটিয়া ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করছি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিএম মাসুম বিল্লাহ, বিল্লাল হোসেন, জাহিদ হাসান, আব্দুল্লাহ আল সিয়াম, মুনতাসির রহমান, রোকন প্রমুখ।

জনপ্রিয়