ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৪ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

এসএসসির কেন্দ্র পরিদর্শনে শিক্ষা উপদেষ্টা

শিক্ষা

আমাদের বার্তা

প্রকাশিত: ১১:১৫, ১০ এপ্রিল ২০২৫

আপডেট: ১১:১৭, ১০ এপ্রিল ২০২৫

সর্বশেষ

এসএসসির কেন্দ্র পরিদর্শনে শিক্ষা উপদেষ্টা

২০২৫ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে বের হয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান তিনি।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার শুরু হয়। এ বছর ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিয়েছেন।

আরো পড়ুন-

এসএসসি পরীক্ষা শুরু

প্রথম দিনে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসির বাংলা (আবশ্যিক) ১ম পত্র ও সহজ বাংলা-১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালের বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী এবার গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে প্রায় এক লাখ। শুধু তা-ই নয়, বিগত পাঁচ বছরে এবারই সবচেয়ে কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে নানা পদক্ষেপ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্টরা। বুধবার পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জনপ্রিয়