ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৪ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

এবারের প্রশ্নপত্র সংশোধিত সিলেবাস বিবেচনায় রেখেই করা হয়েছে

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৩:১৬, ১০ এপ্রিল ২০২৫

আপডেট: ১৩:৪৫, ১০ এপ্রিল ২০২৫

সর্বশেষ

এবারের প্রশ্নপত্র সংশোধিত সিলেবাস বিবেচনায় রেখেই করা হয়েছে

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার বলেছেন, এসএসসি পরীক্ষায় সংশোধিত সিলেবাসে এবারের প্রশ্নপত্র বিবেচনার মধ্যে রেখেই করা হয়েছে। এবং কতটুকু সহনীয় সেটা পরীক্ষার্থীরাই ভালো বলতে পারবেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন যান তিনি। সেখানে কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এসএসসিতে বিভাগ-বিভাজন ফেরার পরে মাত্র ৭ মাস সময় পেয়েছেন পরীক্ষার্থীরা। এই সংক্ষিপ্ত সময়ে তারা কতটা প্রস্তুতি নিতে পেরেছেন এবং সেই বিবেচনায় প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে করা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তর দেন শিক্ষা উপদেষ্টা।

এর আগে পতিত আওয়ামী লীগ সরকারের সময় চালু করা নতুন শিক্ষাক্রমে নবম-দশম শ্রেণির বিভাগ বিভাজন উঠিয়ে দেয়া হয়েছিলো। সরকার পরিবর্তনের পর ২০২৫ খ্রিষ্টাব্দ থেকে আবার বিভাগ বিভাজন ফিরছে। তবে এ ক্ষেত্রে এসএসসি পরীক্ষার্থীরা সময় পেয়েছেন মাত্র ৭ মাস।

প্রসঙ্গত, সকাল ১০টায় ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ২৯১টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১টা পর্যন্ত।

এ বছর ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে। আগামী ১৩ মে শেষ হবে পরীক্ষা। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত। এদিকে সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

 

জনপ্রিয়