ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৪ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

এই দেশে মেধাবীদের কখনো মূল্যায়ন হয়নি: অধ্যাপক মামুন

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৪:১৮, ১০ এপ্রিল ২০২৫

সর্বশেষ

এই দেশে মেধাবীদের কখনো মূল্যায়ন হয়নি: অধ্যাপক মামুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন বলেছেন, চাকরির বয়সতো কম হলো না। অবসরের সময়ও প্রায় চলে এসেছে। অনেক দেখেছি। রাজনৈতিক দল ক্ষমতায় এলে বিশ্ববিদ্যালয়ের কেমন মানের শিক্ষকদের পিএসসির চেয়ারম্যান-সদস্য বানায়, ইউজিসির চেয়ারম্যান-সদস্য বানায়, সিকিউরিটি এক্সচেঞ্জসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসি কাদের বসায় দেখেছি।

সেই শিক্ষকরাই হয়, যারা ঠিক মত ক্লাস নেয় না, গবেষণা করে না। করে কি? রাজনীতি আর তোষামোদি। শুধু তাই না। কাদের মন্ত্রী এমপি বানায় তাও দেখেছি। এই দেশে মেধাবীদের কখনো মূল্যায়ন হয়নি।

গতকাল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মামুন বলেন, এইবার কিছুটা হলেও দেখছি। এই ভালোটাও অনেকের সহ্য হচ্ছে না। দ্রুত আগের জায়গায় ফিরে যেতে চায়।

কারণ খারাপরা অনেক অনৈতিক সুবিধা দিতে পারে, যা ভালোরা পারে না এবং দেয় না। এখন কী সেই পুরোনো ভাগাড়ে ফিরে যেতে চান?

অধ্যাপক মামুন আরো বলেন, আখতারুজ্জামানের মত মানুষও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছে। কে নিয়োগ দিয়েছে? ওনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে অনেক ট্রলের শিকার পর্যন্ত হতে হয়েছে। পিএইচডিবিহীন অধ্যাপক মান্নানও আবার ইউজিসির চেয়ারম্যান হয়েছিলেন। বিএনপির আমলেও একই কাহিনী। বিন্দুমাত্র পার্থক্য নেই। আর জামায়াত ক্ষমতায় আসলে কতটা খারাপ হবে সেটা কল্পনা করলেও দেশের ভবিষ্যত নিয়ে ভাবলে শরীরে কাঁপন ধরে।

 

whatsapp sharing button

জনপ্রিয়