
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে চাকরিপ্রার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।
এক চাকরিপ্রার্থী বলেন, পিএসসির চেয়ারম্যান পরীক্ষা পেছানোর জন্য তিনদিন সময় চেয়েছিলেন। বৃহস্পতিবার দুইদিন পার হলো। শুক্রবার ছুটি। সে কারণে আজকের মধ্যেই আমরা সিদ্ধান্ত চাই। এ জন্য অবস্থান নিয়েছি।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম জানান, চাকরিপ্রার্থীদের সমস্যাগুলো তারা বিচার-বিশ্লেষণ করছেন। তারা তাদের কথা শুনবেন।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর থেকে একদল লোক নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছেন। তারা সেখানে বক্তব্য দিচ্ছেন। তবে তারা পিএসসি কার্যালয় ঘেরাও করেননি। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কাছেই পিএসসি কার্যালয়।
উল্লেখ্য, মঙ্গলবার (৮ এপ্রিল) ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসির সামনে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। পরে পরীক্ষার্থীদের মধ্য থেকে ছয়জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন পিএসসির চেয়ারম্যান।