
গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা বন্ধে সারা পৃথিবীর মানুষকে এক হয়ে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের নেতারা। প্রয়োজনে তারা যুদ্ধে নাম লেখাতেও রাজি আছেন বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে সাদা দলের সদস্যরা মানববন্ধন ও কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে মার্কেটিং বিভাগের শিক্ষক ও সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, থাকবো। যদি প্রয়োজন হয়, আমরা যুদ্ধে নাম লেখাতেও রাজি আছি।