
প্রবেশপত্র হাতে না পাওয়ায় এসএসসি পরীক্ষা দিতে পারেননি উখিয়ার এক স্কুলের ১৩ শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষার্থী-অবিভাবকসহ স্থানীয়রা বিক্ষোভ করে বিদ্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে উখিয়ার হলদিয়া পালং আর্দশ বিদ্যাপীঠের নীল বনিয়াতে এ ঘটনা ঘটে। জানা গেছে, পরীক্ষা দিতে না পারা সবাই কক্সবাজারের উখিয়া হলদিয়া পালং আর্দশ বিদ্যাপীঠের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানিয়েছেন, পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাসময়ে তারা বাড়ি থেকে বের হয়ে আসেন। পরে তারা জানতে পারেন অন্যরা আগেভাগেই প্রবেশপত্র পেলেও তাদেরটা দেওয়া হয়নি। পরীক্ষা শুরুর আগে দেওয়ার কথা ছিল। সে কারণে স্কুলে এসেও তাদের প্রবেশপত্র দিতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। এতে করে ১৩ শিক্ষার্থীর আর এসএসসি পরীক্ষায় বসা হয়নি।
এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী জানান, হলদিয়া পালং আর্দশ বিদ্যাপীঠের ১৩ জন শিক্ষার্থী এবার এসএসসির প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি।
খবর পেয়ে তাৎক্ষণিক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও জেলা প্রশাসকসহ চট্টগ্রাম বোর্ডকে জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।