
সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদের পদোন্নতির চূড়ান্ত জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ তালিকায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ১৮৫ জন স্থান পেয়েছেন।
বৃহস্পতিবার অধিদপ্তরের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।তালিকায় দেখা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা অফিস ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রধান সহকারী, হিসাবরক্ষক কাম প্রধান সহকারী, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক ও সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক, প্রধান সহকারী, হিসাবরক্ষক কাম ক্লার্ক বা হিসাবরক্ষক ও সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বা ব্যক্তিগত সহকারী কাম স্টোনোটাইপিস্ট স্থান পেয়েছেন।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।