ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৪ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পেছাচ্ছে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ০৯:৩৫, ১১ এপ্রিল ২০২৫

সর্বশেষ

পেছাচ্ছে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এই পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেয়ার কথা। আগামী ২৭ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে পিএসসির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।নাম অপ্রকাশিত রাখার শর্তে ওই কর্মকর্তা জানান, আগামী আগস্ট মাসের প্রথমার্ধের মধ্যে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হবে। কমিশনের সভায় তারিখ চূড়ান্ত করে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।প্রসঙ্গত, ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২৪ খ্রিষ্টাব্দে। এই বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেয়ার কথা। এই বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন পৌনে চার লাখ চাকরিপ্রার্থী।

 

জনপ্রিয়