
নতুন সরকারিকরণকৃত মহাবিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজের বকেয়া বেতন-ভাতার চাহিদা আহ্বান করা হয়েছে। ১৭ এপ্রিলের মধ্যে এ চাহিদা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। এমন নির্দেশনা দিয়ে সব সরকারিকৃত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এ চিঠি প্রকাশ করা হয়েছে।চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত নতুন সরকারিকরণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বকেয়া বেতন-ভাতার চাহিদাসহ প্রয়োজনীয় কাগজপত্রের ৩ সেট হার্ডকপি সঠিকভাবে হিসাব নিরূপণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ে ১৭ এপ্রিলের মধ্যে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।চিঠিতে বলা আরো হয়েছে, নতুন সরকারিকরণকৃত মহাবিদ্যালয়গুলো, যেসব প্রতিষ্ঠান ২০২৩-২৪ অর্থবছরের ৬ মাস, জানুয়ারি- ২০২৪ খ্রিষ্টাব্দের থেকে জুন পর্যন্ত বেতন ভাতা প্রাপ্ত হয়েছে সেসব প্রতিষ্ঠানের ২০১৮-১৯ এবং ২০২৩-২৪ অর্থ বছরের জুলাই-২০২৩ থেকে ডিসেম্বর-২০২৩ পর্যন্ত চাহিদা পাঠাতে হবে।নতুন সরকারিকরণকৃত মাধ্যমিক বিদ্যালয়গুলো, যে সব প্রতিষ্ঠানের ২০২২-২৩ অর্থবছরের বেতন-ভাতা বকেয়া রয়েছে সেসব প্রতিষ্ঠানের। ২০২২-২৩ অর্থ বছরের চাহিদা পাঠাতে হবে। নতুন সরকারিকরণকৃত স্কুল অ্যান্ড কলেজগুলোর সব অর্থবছরের চাহিদা পাঠাতে হবে।
চিঠিতে আরো বলা হয়েছে, নতুন সরকারিকরণকৃত সব শিক্ষাপ্রতিষ্ঠানে পিআরএল ভোগরত- অবসরপ্রাপ্ত, মৃত শিক্ষক, কর্মচারীদের জন্য সব অর্থবছরের বকেয়া বেতন-ভাতার চাহিদাসহ আলাদাভাবে আবেদন করতে হবে।
চাহিদার সঙ্গে যেসব সংযুক্ত করতে হবে: অর্থমন্ত্রণালয়ের ১ম বরাদ্দ অনুমোদনের সম্মতিপত্রের কপি, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১ম বরাদ্দ অনুমোদনের চূড়ান্ত আদেশের কপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ১ম বরাদ্দ দেয়ার চূড়ান্ত আদেশের কপি।