
আগামী ১৪ এপ্রিল (সোমবার) পয়লা বৈশাখের দিন মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশন চার ঘণ্টা বন্ধ থাকবে।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র জানান, ১৪ এপ্রিল দুপুর ১২টার পর স্টেশন খুলবে এবং মেট্রোরেলও সেখানে থামবে যথারীতি।