ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ১ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কুয়েট ঘিরে ফের উত্তেজনা, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৩:৫২, ১৩ এপ্রিল ২০২৫

আপডেট: ১৩:৫৪, ১৩ এপ্রিল ২০২৫

সর্বশেষ

কুয়েট ঘিরে ফের উত্তেজনা, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রক্তক্ষয়ী সংঘর্ষের প্রায় দুই মাস পর ক্যাম্পাসে আবারো উত্তেজনা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা বন্ধ থাকা ক্যাম্পাসে রোববার ফিরে আবাসিক হলে ওঠার ঘোষণা দিয়েছেন। এদিকে শিক্ষার্থীরা যাতে বন্ধ ক্যাম্পাসে না ফেরেন, সে ব্যাপারে তৎপরতা শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিক সভা, প্রশাসনের বিভিন্ন দপ্তরে চিঠি, বিজ্ঞপ্তি জারি ও অভিভাবকদের মুঠোফোনে খুদে বার্তা দিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে না পাঠানোর অনুরোধ জানিয়েছে; পাশাপাশি শিক্ষার্থীদের প্রবেশ ঠেকাতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার সকালে ক্যাম্পাসে গিয়ে দেখা যায় প্রধান ফটক বন্ধ। পরিচয় নিশ্চিত হয়ে কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে। প্রধান ফটকে পুলিশ মোতায়েন আছে। ক্যাম্পাসের ভেতরে বেশ কিছু নিরাপত্তাকর্মী প্রহরায় আছেন। ক্যাম্পাসের হলগুলো সিলগালা করে তালাবদ্ধ। ক্যাম্পাসের আইটি গেটেও পুলিশ অবস্থান নিয়েছে।

জনপ্রিয়