ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ১ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া ব্যক্তি শনাক্ত

শিক্ষা

আমাদের বার্তা

প্রকাশিত: ১৮:০৯, ১৩ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:২৬, ১৩ এপ্রিল ২০২৫

সর্বশেষ

ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া ব্যক্তি শনাক্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় নববর্ষের শোভাযাত্রার জন্য তৈরি দুটি মোটিফে আগুন দেয়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

রোববার (১৩ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক সাইফুদ্দীন বলেন, তারা জানিয়েছেন, ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া ব‍্যক্তি শনাক্ত হয়েছে। তার নাম রবিউল ইসলাম রাকিব। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আগে তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতি করতেন।

এর আগে রোববার সকালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের জানিয়েছিলেন, আনন্দ শোভাযাত্রার আগেই সুখবর দেওয়া করা সম্ভব হবে।

প্রসঙ্গত, শনিবার ভোরে ঢাবির চারুকলা অনুষদের সামনে ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ মোটিফে আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে শান্তির পায়রা মোটিফটিও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জনপ্রিয়